উপকূল দিবসে বক্তরা- ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবি

প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। দিনটি ছিল বৃহস্পতিবার। ১৯৭০ সালের এ দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ¡াসে পটুয়াখালীর কলাপাড়াসহ উপক‚ লীয় এলাকায় নিহত হয় প্রায় ৫০ হাজার মানুষ। ১০ ফুট উচ্চতার এই জলোচ্ছ¡াসে সেদিন ¯্রােতের টানে ভেসে যায় কয়েক লাখ মানুষ, গবাদি পশু ও ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয় কৃষকের ফসলি জমি। লন্ডভন্ড হয়ে যায় উপক‚লীয় এলাকার বিস্তীর্ণ জনপদ। ৫০ বছর আগের সে ভয়াল কলো রাতের কথা মনে পড়লে শিউরে উঠে উপকূলীয় এলাকার মানুষের। তাই ১২ নভেম্বরকে উপক‚ল দিবস ঘোষণার দাবি জানিয়েছে উপক‚ লীয় এলাকাবাসী।

উপকূলের জন্য হোক একটি দিন, জোরালো হোক উপকূল সুরক্ষার দাবী এ শ্লোগানকে সামনে রেখে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পালিত হয় উপক‚ল দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরের দিকে কুয়াকাটা প্রেসক্লাবে আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাঈদ, প্রভাসক খান এ রজ্জাক সহ আরো অনেকে। বক্তারা বলেন, ১৯৭১ সালের ভয়াবহ সাইক্লোন ৫০ বছর পূর্তিতে ক্ষতিগ্রস্থ পরিবার ও ঘূর্ণীঝড়ে স্বজন হারানো স্মৃতিচারণ করেছেন। এসময় তারা উপক‚ল দিবসের দাবি জানান।

 

আপনার মতামত লিখুন :