ঝিনাইদহে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা ভাতা বিতরণ
প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা ভাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পৌরসভার মিলনায়তনে পৌর এলাকার ৩’শ ভাতাভোগির মাঝে এ সহায়তা প্রদাণ করা হয়। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, সদর থানার ওসি মিজানুর রহমান, ব্যাংক এশিয়া ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক তৌহিদুজ্জামান। এসময় জানানো হয়, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মজীবী ল্যাকটেটিং মাদায় সহায়তা তহবিলের আওয়তায় আগামী ৩৬ মাস শহরের পৌর এলাকার ৩’শ মায়েদের প্রতি মাসে ৮’শ টাকা প্রদাণ করা হবে।