কুয়াকাটায় উপক‚লীয় অঞ্চলে স্থায়ীত্বশীল উন্নয়ন শীর্ষক কর্মশালা

প্রকাশিত : ১২ নভেম্বর ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১২ নভেম্বর।। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় উপক‚লীয় অঞ্চলে স্থায়ীত্বশীল উন্নয়ন শীর্ষক দুই দিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে কুয়াকাটার হোটেল গ্রেভার ইন মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে এ কর্মশালার আয়োজন করে। বাপা’র সেক্রেটারি জেনারেল শরীফ জামিল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওয়াটারকিপার্স বাংলাদেশের ব্যবস্থাপক (গবেষণা ও বাস্তবায়ন) এসএম আরাফাত জুবায়ের, বাপা মোংলা শাখার সভাপতি নুরে আলম শেখ। বক্তারা বলেন উপক‚লীয় অঞ্চলের স্থায়ীত্বশীল অংশগ্রহণে জনপ্রতিনিধি ও জনগণের অংশ থাকা জরুরি প্রয়োজন। মানুষের জীবন-জীবীকার প্রয়োজনে জীব-বৈচিত্র রক্ষায় উন্নয়নে জনগণের অংশগ্রহণ জরুরি। সরকার জনমানবের উন্নয়নকে টেকসই করতে বাস্তব এবং জীবনমূখী যেসব পরিকল্পনা গ্রহণ করেছে তা বাস্তবায়নে পরিবেশ প্রতিবেশ রক্ষায় অগ্রাধিকার দেয়ার দাবি জানান বক্তারা।

 

আপনার মতামত লিখুন :