জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব নিলেন মিছবাহুর রহমান
প্রকাশিত : ১০ নভেম্বর ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা পরিষদ এর উপনির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান প্রথম দ্বায়িত্ব নিলেন। এ উপলক্ষে আজ মঙ্গলবার ১০ নভেম্বর দুপুরে জেলা পরিষদে প্রথম কর্ম দিবসে নব-নির্বাচিত চেয়ারম্যানের শুভাগমন উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। উক্ত অনুষ্টানে মৌলভীবাজার জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে অনেকে নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এর আগে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন নব-নির্বাচিত চেয়ারম্যান মিছবাহুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা পরিষদ সদ্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।