গলাচিপায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের মাধ্যমিক স্কুলে মত বিনিময় সভা

প্রকাশিত : ১০ নভেম্বর ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় পানখালী পানজাতীয়া মাধ্যমিক বিদ্যালয়ে মত বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় পানজাতীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল রহমান মায়ার সভাতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মস্তফা, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, পানজাতীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব দুলাল কৃষ্ণ সমাদ্দার। এ সময় প্রধান অতিথি বলেন, শিক্ষার মান উন্নয়নের আপনাদের ভূমিকা প্রশংসনীয়।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষিত জাতি গড়ার জন্য মহা পরিকল্পনা হাতে নিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের অভাব দূর করার লক্ষে নতুন করে শিক্ষক নিচ্ছেন। আপনারাই পারেন একটি শিক্ষিত সমাজ গড়ে তুলতে। এই জন্য আপনাদের শিক্ষার্থীদের প্রতি যতœশীল হতে হবে এবং ক্লাস সমূহে পাঠ্য বইয়ের পড়া বুঝিয়ে সৃজনশীল মেধা বিকাশ করতে হবে।

 

আপনার মতামত লিখুন :