ভারতে অবৈধভাবে প্রবেশকালে আটক ৫
প্রকাশিত : ১০ নভেম্বর ২০২০
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে দেশটিতে প্রবেশের সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে চারজন নারীও রয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) মহেশপুর ব্যাটালিয়ন-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (৯ নভেম্বর) রাতে মহেশপুরের গুড়দহ বাজার থেকে তাদের আটক করা হয়।
তিনি বলেন, মহেশপুর ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১৫৩ আর এলাকার ঝিনাইদহের গুড়দহ বাজার থেকে এ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বাড়ি নড়াইল ও যশোরের বিভিন্ন এলাকায়। বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারত গমনের চেষ্টার অপরাধে তাদের বিরুদ্ধে ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।