খুলনায় র্যাবের অভিযান অবৈধ অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী ফকির গ্রেফতার
প্রকাশিত : ৯ নভেম্বর ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোর র্যাব-৬ এর অভিযান অবৈধ অস্ত্রসহ খুলনার কুখ্যাত সন্ত্রাসী মোঃ মনিরুল ফকির (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। কুখ্যাত সন্ত্রাসী মনিরুল খুলনার ডুমুরিয়া থানা এলাকার পীর মোহাম্মদ ফকির এর ছেলে।
সোমাবার সকাল সাড়ে ১০ টার দিকে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন রুদাঘরা সাকিনস্থ ১ নং ওয়ার্ড এর আসামীর দক্ষিণ দুয়ারী মাটির দেয়াল যুক্ত টিনের ঘর এর মধ্যে খাটের নিচ থেকে ২টি দেশীয় পাইপগান ও ০১ (এক) টি মোবাইল ফোনসহ কুখ্যাত সন্ত্রাসী কে গ্রেফতার করা হয়।
যশোর র্যাব-৬, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন (এক্স) বিএন জব্দকৃত অস্ত্রসহ আসামীর বিষয়টি নিশ্চিত করেন।তিনি আরো বলেন,ধৃত আসামী ও জব্দকৃত আলামত খুলনা জেলার ডুমুরিয়া থানায় হস্তান্তর করতঃ আর্মস এ্যাক্ট ১৮৭৮ এর ১৯অ (ঋ) মামলা রুজু করা হয়েছে।