বেনাপোলে ১ লাখ টাকার হিরোইন সহ গ্রেফতার-১
প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২০
স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলে ১০ গ্রাম হিরোইন সহ সাদিপুর গ্রামের মৃত আইনুদ্দিন বিশ্বাস এর ছেলে ইসমাইল হোসেন(৫৫)কে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।
সোমবার(১০ ফেব্রুয়ারি)সন্ধ্যায় এসআই মোস্তাফিজুর,এএসআই শরিফুল ও এএসআই রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের ভান্ডারী মোড়ের সামনে থেকে ১০(দশ)গ্রাম হিরোইন সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।উদ্ধার হিরোইন এর মুল্য এক লক্ষ টাকা।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর গ্রামে অভিযান পরিচালনা কালে ১০ গ্রাম হিরোইন সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীকে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।