যশোর জেলায় আরো ১৪ জনের করোনা শনাক্ত
প্রকাশিত : ৬ নভেম্বর ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ১৫টি নমুনা পজেটিভ ফল দিয়েছে।১৫টি নমুনার পজেটিভ এর মধ্যে যশোরেরই আছে ১৪টি নমুনা পজেটিভ।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার বলেন, গত বৃহস্পতিবার রাতে তাদের ল্যাবে দুই জেলার সন্দেহভাজন করোনা রোগীদের মোট ১০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮৭টি নেগেটিভ ফল পাওয়া যায়।এদিনে যশোর জেলার ৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪টি পজেটিভ ফল দেয়। আর মাগুরার ১৯টি নমুনা পরীক্ষা করে একটি পজেটিভ পাওয়া যায়।
এদিকে শুক্রবার সকালেই বিস্তারিত ফলাফল যশোর ও মাগুরার সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন।
স্থানীয় স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট চার হাজার ১২৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার তিন হাজার ৯৬১ জন। মারা গেছেন ৪৮ জন।