শৈলকুপায় আইন শৃঙ্খলা বিষয়ক শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২০

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর কচুয়া ও ধুলিয়াপাড়া গ্রামে এ সমাবেশের আয়োজন করে  শৈলকুপা থানা পুলিশ। দুপুরে শান্তি সমাবেশে উত্তর কচুয়া গ্রামে কালী নদীর তীরে অবস্থিত পঞ্চপল্লী শ^শানের কমিটি নিয়ে হিন্দু সম্প্রদায়ের দুপক্ষের মধ্যে বিরোধ নিরসন করা  হয়। এছাড়া বিকালে ধুলিয়াপাড়া গ্রামের সামাজিক আধিপত্য বিস্তারকে কন্দ্রে করে দীর্ঘদিন ধরে দু”পক্ষের সংঘর্ষের বিরোধ নিরসন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার  শৈলকুপা (সার্কেল) আরিফুল ইসলাম, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহামান,তদন্ত কর্মকর্তা (ওসি) মহসীন হোসেন,কচুয়া তদন্ত কর্মকর্তা  পিয়ার আলী, এস আই মাহফুজুর রহমান, তরিকুল ইসলাম, কাঁচেরকোল ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন জোয়াদ্দার মামুনসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এলাকার সচেতন মহল মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং ও দাঙ্গা-হাঙ্গামা রোধে পুলিশের এই সচেতনতা মূলক শান্তি সমাবেশ করার জন্য শৈলকুপা থানা ও জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

 

আপনার মতামত লিখুন :