শার্শা উপজেলায় বেকার যুবক যুবতীদের জন্য ফ্রিল্যাসিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন
প্রকাশিত : ৫ নভেম্বর ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা উপজেলায় আজ বৃহম্পতিবার বিকালে বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে উপজেলা পর্যায়ে ১৫ দিনব্যাপী আউটসোর্সিং (ফ্রিল্যান্সিং) প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক স্থানীয় সরকার যশোর মোঃ হুসাইন শওকত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রোগ্রামার অফিসার মোঃ আনিছুর রহমান, ফ্রিল্যান্সার মোঃ তৌহিদ পিয়াস, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ মোঃ হাসানুজ্জামান।
প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপস্থাপনা ও সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন, উপজেলা সহকারী প্রোগ্রামার আহসান কবির।