মিয়ানমারের সেই মুসলিমবিদ্বেষী বৌদ্ধ ভিক্ষুর আত্মসমর্পণ
প্রকাশিত : ৪ নভেম্বর ২০২০
দেড় বছর ধরে পলাতক থাকার পর মিয়ানমারের কট্টরপন্থি বৌদ্ধ ভিক্ষু আশিন উইরাথু আত্মসমর্পণ করেছেন। সোমবার (৩ নভেম্বর) পুলিশের কাছে আত্মসমপর্ণ করেন তিনি। ইয়াঙ্গুনের আঞ্চলিক সরকারের ধর্মীয় মন্ত্রণালয়ের পরিচালক সেইন মউ তার আত্মসমর্পণের তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মুসলিম রোহিঙ্গাদের নিয়ে বৌদ্ধদের মধ্যে ধর্মীয় বিদ্বেষ জাগানোর জন্য আশিন উইরাথুকে ‘বৌদ্ধ বিন লাদেন’ নামে অভিহিত করে টাইম ম্যাগাজিন। গত বছর মে মাসে পুলিশ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক ছিলেন। মিয়ানমারের জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে তার এই পদক্ষেপ নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।