গোগনগরের বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল করিম আজমির আর নেই
প্রকাশিত : ৪ নভেম্বর ২০২০
মোঃ পন্ডিত হোসেন, নারায়ণগঞ্জ: সদরের গোগনগরের বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল করিম আজমির আর নেই। (ইন্না…..রাজিউন) সোমবার ২ নভেম্বর রাতে মিরপুর বেসরকারি ক্লিনিকে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।তিনি স্ত্রী ৪ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণাকাঙখী রেখে গেছেন। দীর্ঘদিন যাবত তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সোমবার বাদ জহুর গোগনগর তাজেক প্রধান উচ্চ বিদালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড জুলহাস উদদীন সহ বিভিন্ন মুক্তিযোদ্ধা, ১৮নংওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন, সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না,বামাকা নারায়ণগণ্জ জেলার সভাপতি আলহাজ্ব ফয়েজউদ্দীন আহমেদ লাভলু,সদর থানার আঃলীগের সভাপতি নাজির হোসেন,সাধারণ সম্পাদক এ.বি.এম মাজহারুল ইসলাম, নাঃগণ্জ হিউম্যান রাইট সোসাইটির সভাপতি খোকন সরদার, নাঃগণ্জয় সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক পন্ডিত হোসেন গোগনগর ইউনিয়ন মেম্বারসহ এলাকার যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা। জানাজা শেষে গোগনগর বড় কবরস্থানে দাফন করা হয়।