কুয়াকাটায় ১১’শ জেলের মাঝে প্রনোদণার চাল কিতরণ

প্রকাশিত : ৪ নভেম্বর ২০২০

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: প্রধান প্রজনন মৌসুম ইলিশ আহরণ থেকে বিরত থাকা কুয়াকাটা পৌর এলাকার ১১’শ জেলের মাঝে ২০কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কুয়াকাটা পৌরসভার উদ্যোগে এ চাল বিতরণ করা হয়। কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা নিজে উপস্থিত থেকে সুষ্ঠ ও স্বচ্ছভাবে জেলেদের মাঝে বিতরণ করেন।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ও পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ ৪ নভেম্বর রাত ১২টায়। এর মাত্র ১দিন আগে প্রনোদনার এ চাল পেয়ে খুশি জেলেরা। কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা বলেন,অবরোধের শেষ সময়ে এসে জেলেদের মাঝে প্রজনন মৌসুমের বিশেষ প্রনোদনার চাল স্বচ্ছভাবে বিতরণ করা হয়েছে। জেলেরা এতে খুবই খুশি হয়েছে।

 

আপনার মতামত লিখুন :