রাজশাহী বিভাগে ১ নভেম্বর থেকে পরিবহন ধর্মঘট শিথিল
প্রকাশিত : ১ নভেম্বর ২০২০
রাজশাহী পরিবহন মালিক-শ্রমিক যৌথ কমিটির ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। তাদের আট দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়। শনিবার (১ নভেম্বর) পরিবহন ধর্মঘট পালনের কথা ছিল। এর আগে শুক্রবার বিকালে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবহন গ্রুপ নেতারা এ ঘোষণা দেন।
পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা এ সভায় উপস্থিত ছিলেন- রাজশাহীর বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খন্দকার, রাজশাহী রেঞ্জ পুলিশের প্রতিনিধি, রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বিভাগীয় মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লবসহ পরিবহন নেতারা ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।