ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জসনে জুলুসে বিশাল র্যালী
প্রকাশিত : ১ নভেম্বর ২০২০
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত সভাপতি ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন,আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ আইয়ামে জাহিলিয়াতের যুগে এসে সারা বিশ্বে শান্তি,ন্যায় ও সত্য প্রকাশ করেছেন। নিজেদেরকে মানবতার ফেরীওয়ালা বলে বিশ্বে প্রচারকারী ফ্রান্স রাসূলে পাক সাল্লাাল্লাহু আলাইহি ওয়া সাল্লাাম এর ব্যঙ্গচিত্র প্রকাশ সহ ইসলাম ধর্মের বিরুদ্ধে একের পর এক কটুক্তি করে ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা ও বিশ্ব শান্তি বিনষ্ট করার ষড়যন্ত্র করছে।
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শানে কটুক্তি কারীদের আর কোন ছাড় নেই। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অচিরেই ফ্রান্সের বিরুদ্ধে রাষ্ট্রীয় ভাবে যথাযথ ব্যবস্থা গ্রহন এবং ফ্রান্স সরকারকে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাওয়ার জোর দাবী জানান। ১২ রবিউল আউয়াল ঈদ-এ- মিলাদুন্নবী সাঃ এর মিছিল শেষে সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগর ভবন সংলগ্ন বাইতুল ইজ্জত জামে মসজিদ হতে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর নেতৃত্বে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন।
জুসনে জুলুস ঈদ-এ- মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব জামালউদ্দিন মূধার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলাদে রাসূল সৈয়দ আলমগীর শাহ মোজাদ্দেদী, সৈয়দ জাহের শাহ মোজাদ্দেদী, সৈয়দ মাহমুদ শাহ মোজাদ্দেদী, জশনে জুলুস ঈদ-এ- মিলাদুন্নবী উদযাপন কমিটির উপদেষ্টা আলহাজ্ব রহমতুল্লাহ খন্দকার সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন শ্যামল, নারায়নগঞ্জ জেলা বাংলাদেশ হিজবুত রাসূল (দঃ) কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম আবেদী, উদযাপন কমিটি প্রচার সম্পাদক আলহাজ্ব আহম্মেদ হোসেন রাজু, প্রকাশনা সম্পাদক মোঃ রাহাত হাসান, ইসলামী ছাত্রসেনা মহানগর সভাপতি গোলাম মোস্তফা নীরব প্রমুখ। পরে আখেরী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।