বেনাপোলে ৯টি পিস্তল ৪৯ রাউন্ড গুলি ১৯টি ম্যাগজিনসহ ইউপি সদস্য আটক
প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২০
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা থেকে শুক্রবার দুপুরে ৯ টি নাইন এমএম পিস্তল,৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগাজিন সহ হাবিবুর রহমান নামে এক ইউপি সদস্যকে আটক করেছে র্যাব সদস্যরা।
এম সরোয়ার হুসাইন (এক্স) বি এন লেঃ কোম্পানি কমান্ডার যশোর জধন-৬ বলেন, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি ভারত সীমান্ত পার করে একটি চোরাকারবারি সিন্ডিকেটের সদস্য ও পুটখালী ইউপি মেম্বার হাবিব রহমান তার বাড়িতে বিপুল পরিমানের অস্ত্রের চালান মজুদ করে রেখেছে।এ ধরনের সংবাদের ভিত্তিতে পুটখালী তার বাড়িতে অভিযান পরিচালনা করি।
অভিযান পরিচালনা করে হাবিবুর রহমানকে আটক করা হয়।পরে তার স্বীকারোক্তি মোতাবেক গোপন ঘর থেকে ৯টি নাইন এমএম পিস্তল ৪৯ রাউন্ড গুলি ও ১৯ টি ম্যাগজিন উদ্ধার করা হয়। আটক হাবিবুর রহমান পুটখালী গ্রামের কোরবান বিশ্বাসের ছেলে ও পুটখালী ইউনিয়ন পরিষদের একজন মেম্বার। সে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছেন তিনি। আটক হাবিবুর রহমানকে থানায় সোপর্দ করা হবে।