ফ্রান্স তাদের ইতিহাসে লাখ লাখ মানুষ হত্যা করেছিল: মাহাথির

প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২০

ফ্রান্সে ইসলামবিদ্বেষ নিয়ে এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মুহাম্মদ। মহানবী (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন নিয়ে আলোচনা করায় ফ্রান্সে এক শিক্ষক হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় গোটা দেশে ক্ষোভ দেখা দেয়। যার জেরে একটি মসজিদ বন্ধ করে দেয় ফ্রান্স সরকার। এ ছাড়া প্যারিসে হিজাব পরিহিত দুই নারীও ছুরিকাঘাত হন। শিক্ষক হত্যার ঘটনায় পুরো ইসলামকে দায়ী করে মন্তব্য করেন ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাখোঁ। একইসঙ্গে কার্টুন প্রদর্শন বন্ধ হবে না বলেও তিনি জানান।

ম্যাখোঁর এমন মন্তব্য ক্ষোভ প্রকাশ করে বিশ্বের মুসলিমরা ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেয়। তুরস্ক, ইরান ও পাকিস্তানের নেতৃবৃন্দের মতো এতে সমর্থন জানিয়েছেন মাহাথিরও। এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘একজন ক্ষুব্ধ মানুষের জন্য আপনি সকল মুসলিমকে দায়ী করলে মুসলিমদেরও অধিকার আছে ফ্রান্সকে শাস্তি দেয়ার। যদিও পণ্য বয়কটের মাধ্যমে এতদিন ধরে করে আসা ফ্রান্সের অন্যায় কর্মকাণ্ডের জন্য ক্ষতিপূরণ হয় না। তবে মানুষ হত্যার ঘটনায় সমর্থন না দিয়ে মালয়েশিয়ার এ নেতা বলেন, মুসলিমেরা এটি করতে পারে না।

ফ্রান্সের উচিত তাদের নাগরিকদের শেখানো কীভাবে অন্যদের সম্মানের প্রতি সম্মান দেখাতে হয়। মাহাথির আরও বলেন, ‘ধর্ম নির্বিশেষে মানুষ হত্যা করে। তবে ফ্রান্স তাদের ইতিহাসে লাখ লাখ মানুষ হত্যা করেছিল, যাদের অনেকেই ছিল মুসলিম। এদিকে ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ফ্রান্সের নিস শহরে গির্জার বাইরে তিন ব্যক্তি ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যা দিয়েছে ফরাসি সরকার।

 

আপনার মতামত লিখুন :