কলাপাড়ায় যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর নতুন বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয় আলোচনা, দোয়া অনুষ্ঠান ও কেক কাটার মধ্যে দিয়ে স্থানীয় যুবদল নেতাকর্মীরা এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
উপজেলা যুবদলের সভাপতি গাজী মো.আক্কাস’র সভাপতিত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক হাজী হুমায়ুন সিকদার, উপজেলা বিএনপি’র যুগ্ন-সাধারন সম্পাদক গাজী মো.ফারুক, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক বিশ্বাস সফিকুর রহমান টুলু প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান ও কেক কাটা হয়। এসময় উপজলার বিভিন্ন ইউনিয়নের যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজলা যুবদলের সাধারন সম্পাদক মো.হারুন আর রশিদ।