ফ্রান্সে মহানবী (স.) কে ব্যাঙ্গ করায় গলাচিপায় বিক্ষোভ মিছিল
প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: মহানবী হযরত মোহম্মদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র অঙ্কনকারী দেশ, দেশের প্রধান ও সকল কুলাঙ্গারদের চরমভাবে ঘৃনা, তীব্র নিন্দা ও প্রতিবাদে বুধবার সন্ধ্যার পরে পটুয়াখালীর গলাচিপার উলানিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে অত্র এলাকার জনগন, আলেম সমাজের প্রতিনিধিগন ও মাদ্রাসা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মাও. মো. শফিকুল ইসলামের উপস্থাপনায় সমাবেশ বক্তব্য রাখেন মাও. নেছার উদ্দিন, হাফেজ মাও. মো. শামীম হোসেন, মো. আরিফ হাং, মো. তিতু মেম্বার, মো. জহির সরদার, মো. মাসুদ মেম্বার, লোকমান হোসেন টিপু, মো. মেহেদী হাসান প্রমুখ।
উপস্থিত ছিলেন জিএম ট্রেড ইন্টারন্যাশনাল ও জারিফ কর্পোরেশন এর স্বত্বাধিকারী মো. গিয়াস উদ্দিন (জুলহাস)। এ সময় গিয়াস উদ্দিন জুলহাস বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর বক্তব্যের প্রতিবাদে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং নিন্দা প্রস্তাব গ্রহণ করতে সরকারের কাছে দাবি জানাই। সব শেষে দোয়া অনুষ্ঠিত হয়।