র্যাব ৯ এর অভিযানে ইয়াবা ব্যবসায়ীসহ আটক- ৫
প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২০
মশাহিদ আহমদ,মৌলভীবাজার: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-৩, (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার ফয়সল আহমদ, এএসপি মোঃ আব্দুল¬াহ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন জঙ্গলবাড়ি গ্রামস্থ্য হক মিয়ার বাড়ির সামনে কাচা রাস্তার উপর থেকে ১শত ৫০ পিস ইয়াবা জব্দসহ মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ (৩০) কে গত ২৫ অক্টোবর বিকালে গ্রেফতার করা হয়েছে। সে তাহিরপুর থানার কলাগাঁও গ্রামের মৃত বাবর আলীর পুত্র।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে তাহিরপুর থানায় হস্তান্তর করেছে। অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার সিনি.এএসপি নাহিদ হাসান, এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল এসএমপি সিলেট এর এয়ারপোর্ট থানাধীন দলদলি চা বাগান সংলগ্ন এলটি-৩, চা সেকশন এর ভিতর থেকে সন্ধা ০৭ টায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলেন- ১। রাজিব তেসোয়ারা (২৮), পিতাঃ পরদেশী তেসোয়ারা, সাং-সিন্দুর খান চা বাগান, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার, এ/পি-দলদলী চা বাগান, শাহী ঈদগাঁও, থানা- এয়ারপোর্ট, এসএমপি সিলেট, ২। শচিন্দ্র দাস (২৯), পিতা- মৃত ধর্মা দাস, সাং-দলদলী চা বাগান, শাহী ঈদগাঁও, থানা- এয়ারপোর্ট, এসএমপি সিলেট, ৩। হীরা লাল দাস (৩৭), পিতা- মৃত লসমন দাস, সাং- দলদলী চা বাগান, শাহী ঈদগাঁও, থানা- এয়ারপোর্ট, এসএমপি সিলেট, ৪। পাপ্পু আহম্মেদ (৩৫), পিতা- মোঃ রুনু মিয়া, সাং- উত্তর বালুচর (আল ইসলা), থানাঃ-শাহপরাণ, এসএমপি সিলেট।
র্যাব-৯ এর হেফাজত থেকে ঝান্টি মুন্টু গুটি ১৮ পিস, জুয়া খেলার পট ০১টি, জুয়া খেলার বোর্ড ০২ টিসহ জুয়ার আসর হইতে উদ্ধারকৃত মোট ৮শত ২০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় জুয়া আইনে মামলা দায়ের করে আলামতসহ গ্রেফতারকৃতদের এসএমপির সংশি¬ষ্ট থানায় হস্তান্তর করেছে।