গলাচিপায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি: শাহজাদা
প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম শাহজাদা (এমপি)। রবিবার সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে পৌঁছালে নেত্রীবৃন্দ তাকে স্বাগত জানান। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্, উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-অর-রশিদ, সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তপন বিশ^াস, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন, কেন্দ্রীয় নেতা মোফাজ্জেল হোসেন মাসুদ, কেন্দ্রীয় নেতা মো. মামুন আজাদ, ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
জাহিদ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিম দফাদার, সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া, চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস দত্ত, কালিবাড়ী কমিটির সভাপতি দিলীপ বণিক, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, কলাগাছিয়া পূজা কমিটির সভাপতি অনিমেশ সরকার প্রমুখ। এসময় এমপি মহোদয় পরিদর্শনকালে পূজাম-প কর্তৃপক্ষের দাবিসমুহ শোনেন ও তা পূরণের আশ্বাস দেন এবং আর্থিক অনুদানের আশ^াস দেন। তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার এই বানীকে সামনে রেখে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এ উৎসব পালন করব।