নড়াইলে ৪ কিলোমিটার হেঁটে ডিসির দরজায় ২৫ শিশু
প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২০
নানা অন্যায়-অত্যাচারের অভিযোগ নিয়ে চার কিলোমিটার হেঁটে নড়াইলের ডিসি আনজুমান আরার দরজায় হাজির হয়েছে ২৫ শিশু। তাদের অভিযোগ, সরকারি শিশু পরিবার কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়টি শুনে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ডিসি আনজুমান আরা। ২৫ শিশুর অভিযোগ, নড়াইল সরকারি শিশু পরিবারের ডরমিটরিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ অবস্থায় রয়েছে। কমনরুম, ডাইনিং, টয়লেটসহ সবই ব্যবহারের অনুপযোগী। শুধু অস্বাস্থ্যকর পরিবেশ নয়, দীর্ঘদিন ধরে এখানকার শিশুরা নানা বঞ্চনা, অবজ্ঞা ও অন্যায়-অত্যাচারের মধ্য দিয়ে বেড়ে উঠছে।
শিশুদের দেয়া হচ্ছে পচা বাসি খাবার। এছাড়া অসুস্থ হলে মেলে না কোনো চিকিৎসা। রোববার রাতে এক শিশু অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা দিতে গাফিলতি করে কর্তৃপক্ষ। এর জের ধরে সোমবার ভোরে ৪ কিলোমিটার পথ হেঁটে ডিসির কার্যালয়ের সামনে অবস্থান নেয় শিশুরা। এ সময় শিশুদের অভিযোগ শুনে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ডিসি আনজুমান আরা। পরে ডরমিটরিতে ফিরে যায় তারা। প্রতিবাদী শিশুরা বলেন, আমাদের ঠিকমতো খেতে দেয় না। পচা ভাত দেয়। মারধর করে। বর্তমানে নড়াইল সরকারি শিশু পরিবারে ৬৬ জন শিশু থাকছে।
এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে শিশু পরিবার কর্তৃপক্ষ। নড়াইল সরকারি শিশু পরিবার উপ-তত্ত্বাবধায়ক মো. আসাদুল্লাহ বলেন, শিশুরা মিথ্যা বলছে। এ ধরনের কোনো অভিযোগ সত্য নয়। তারা যদি মিথ্যা বলে কিছুই করার নেই।নড়াইলের ডিসি আনজুমান আরা বলেন, শিশুরা অভিযোগ দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।