এরদোগানের পর মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২০
নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তি ও ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে এক রকম মানসিক ভারসাম্যহীনই আখ্যা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। এরদোগানের পর এবার ম্যাঁক্রোর দম্ভোক্তির কঠোর নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ম্যাঁক্রোর এসব কাজ ইসলাম ফোবিয়াকে উৎসাহিত করে বলেও মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী।
রোববার এ খবর জানা গেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন অনলাইন থেকে। বিজ্ঞাপন ইমরান খান বলেন, ইউরোপীয়ান নেতা ভেবে চিন্তে নিজ দেশ ও বিশ্বের মুসলিমদের উসকানি দিয়েছেন। টুইটারে ইমরান লিখেছেন, ‘এটি এমন এক সময় যখন প্রেসিডেন্ট ম্যাঁক্রো চরমপন্থা দূর ও এটিকে ছাড় দেওয়া অস্বীকার করতে পারতেন, অথচ তিনি আরও মেরুকরণ এবং প্রান্তিককরণ করলেন, যা অনিবার্যভাবে মৌলবাদের দিকে নিয়ে যায়।’
আরকটি টুইটে ইমরান বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে, যেসব শ্বেত শ্রেষ্ঠত্ববাদী বা নাৎসি আদর্শের হয়ে সন্ত্রাসী হামলা চালায়, তাদের পরিবর্তে তিনি ইসলামের ওপর হামলার মাধ্যমে ইসলাম আতঙ্ককে উৎসাহ দেওয়া বেছে নিয়েছেন।’ ইসলাম ধর্ম ও নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলে দম্ভোক্তি প্রকাশ করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
নবীজিকে নিয়ে একটি বিতর্কিত কার্টুন দেখানোর জেরে খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রতি ম্যাক্রোঁ এ কথা বলেছেন। এর আগে গত ১৬ অক্টোবর ফ্রান্সের একটি সড়কে শিক্ষক স্যামুয়েল প্যাটিকে হত্যা করেছিল এক তরুণ। ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন।শিক্ষকের ওপর হামলাকারী আবদৌলখ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন।