শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় পলাশকে ফুলের শুভেচ্ছা

প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২০

সংবাদ নারায়ণগঞ্জ: শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহাম্মদ পলাশ জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় পলাশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সা চালক শ্রমিক ইউনিয়ন এর নেত্রীবৃন্দরা । সন্ধায় ফতুল্লার আলীগঞ্জ লেবার হল কার্যালয়ে কাউসার আহাম্মদ পলাশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় শ্রমিক নেতা পলাশ বলেন, আমি আল্লাহর দরবারে হাজার শুকরিয়া জ্ঞাপন করছি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ বাংলাদেশের উন্নয়নের রূপকার, শ্রমিক বান্ধব জননেত্রী শেখ হাসিনা আমাকে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ১নং সাংগঠনিক সম্পাদক করেছেন তাই তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, তিনি আমাকে যে সম্মান দিয়েছেন আমি যেন সেই সম্মান রাখতে পারি এবং সারা জীবন শ্রমিকের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারি। সে জন্য আমি সকলের কাছে দোয়া কামনা করছি।

 

আপনার মতামত লিখুন :