শারদীয় দুর্গাপুজা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ
প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নিম্ন আয়ের মানুষের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। ঝিনাইদহের হরিণাকুন্ডুর সঞ্জয় ট্রাস্ট্রের উদ্যোগে বৃহস্পতিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার চিথলিয়াপাড়া সার্বজনীন পুজা মন্দিরে এ বস্ত্র বিতরণ করা হয়। ট্রাস্ট্রের সংগঠন মানোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু, হরিণাকুন্ডু পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বনাথ সাধু খাঁ, বিশ^ সাহিত্য কেন্দ্রের ইনচার্জ আলমগীর হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন হরিণাকুন্ডু পৌরসভার কাউন্সিলর শুভংকর বিশ্বাস।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সনাতন ধর্মাবলম্বী ২’শ নিম্ন আয়ের মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও ধুতি বিতরণ করা হয়। করোনাকালে বস্ত্র পেয়ে খুশি অসহায় মানুষগুলো। এছাড়াও দুপুরে উপজেলার ভবানীপুর বাজারে ২’শ পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।