বিএনপি এখন গণধিকৃত দলে পরিণত হয়েছে: এনামুল হক শামীম

প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০

স্টাফ রিপোর্টার: পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপি আগুন সন্ত্রাস, বোমাবাজি, অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের রাজনীতি করার কারণে ও করোনাসহ সকল সংকটে মানুষের পাশে না থেকে এখন জনবিচ্ছিন্ন ও গনধিকৃত দলে পরিণত হয়েছে।

বাংলাদেশের মানুষের বিএনপির প্রতি কোনই আস্থা নেই। বাংলাদেশের মানুষ একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। তাদের স্বপ্ন জননেত্রী শেখ হাসিনাকে ঘিরেই। তাই যতই ষড়যন্ত্র হোক না কেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবেই।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জনতার প্রত্যাশা আয়োজিত তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি সহ করোনা ভাইরাসে আক্রান্ত অন্যান্য নেতৃবৃন্দের আরোগ্য কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনতার প্রত্যাশার সভাপতি এমএ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল,মুক্তিযোদ্ধা আকরাম হোসেন প্রমূখ।

 

আপনার মতামত লিখুন :