গলাচিপায় সুশীলন আস্থা প্রকল্পের উঠান বৈঠক ও বিনিময় সভা
প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় সুশীলন আস্থা প্রকল্পের উঠান বৈঠক হয়েছে। উপজেলার পানপট্টি ইউনিয়নের রেইন্ট্রি তলা বাজারের পাশে বেলা ১২টায় নারীদের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন টেনিএন্ড কেপাসিটি মোসা. ফারজানা আহম্মেদ, এডমিন ম্যানেজার মেহেদী হাসান, পিসি হাসিনা পারভীন, এসএমও হাসান মাহমুদ, সিএম বুলু রানী মিত্র প্রমুখ। এসময় তারা বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এবং মহামারি করোনা ভাইরাস সম্পর্কে সচেতনমূলক কথা বলেন।
পরে বেলা ২টায় সুশীলন আস্থা প্রকল্পের অফিস কক্ষে গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন এর সাথে মত বিনিময় সভা করেন। এসময় উপস্থিত ছিলেন গলাচিপা সদর ইউনিয়নের ইউপি সদস্য মো. কাওসার আহম্মেদ, মাইনুল ইসলাম (স্বাস্থ্য উপ-সহকারী) প্রমুখ।