রাজধানীর বনানীতে ৯তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০
রাজধানীর বনানী ১৭ নম্বর রোডের প্রিয়াঙ্গণ ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌণে ৯ টার দিকে রাজধানীর বনানী ১৭ নম্বর রোডে প্রিয়াঙ্গণ ভবনের ৯ তলায় এই আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. মাহফুজ রিভেঞ্জ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে। তবে কী কারণে এই আগুনের ঘটনা ঘটেছে, প্রাথমিকভাবে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।