ভেদরগঞ্জ পৌরসভার নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন উপমন্ত্রী
প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২০
মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে ভেদরগঞ্জ পৌরসভার নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় ভেদরগঞ্জ পৌরসভার নব নির্মীত ভবনের শুভ উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম (এমপি)।
নব নির্মীত ভবনের উদ্বোধন শেষে নতুন ভবনের সামনে এক আলোচনা সভায় উদ্বোধক শরীয়তপুর ৩ আসনের নাহিম রাজ্জাক এমপির উপস্থিততে ও পৌরসভার মেয়র হাজী আব্দুল মান্নান হাওলাদার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম(এমপি) শরীয়তপুর ২।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- শরীয়তপুর ১ আসনের এমপি ইকবাল হোসেন (অপু), সংরক্ষিত মহিলা এমপি পারভিন হক সিকদার, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো:হেলাল উদ্দীন আহমেদ,জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ আনিসুর রহমান,যুব ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব আখতার হোসেন,শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর আল নাসিফ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী আব্দুল মান্নান বেপারী ও পৌরসভায়র কর্মকর্তা কর্মচারীরা।
প্রধান অতিথি এ কে এম এনামুল হক শামীম তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।