নারী ধর্ষণ ও নির্যাতন রোধে কলাপাড়ায় বিট পুলিশিং সমাবেশ

প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৭ অক্টোবর।। নারীর প্রতি সহিংসতা নিরসনে ‘আপনার পুলিশ, আপনার পাশে’ এই শ্লোগাকে সামনে রেখে পট্য়ুাখালীর কলাপাড়ায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা এগারোটায় উপজেলার ৮ টি ইউনিয়নে ও পৌর সভার তিনটি ওয়ার্ডে এক যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলাপাড়া পৌর সভার বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বলাপাড়া বন্দর ব্যবসায়ি সমিতির সভাপতি দিদার উদ্দ্দি আহম্মেদ মাসুম,পৌর কাউন্সিলর এড্যভোকেট নাসির উদ্দিন সোহাগ, বিজলী রানী প্রপুখ।

বক্তারা দেশব্যাপী চলমান নারীর প্রতি সহিংসতা বন্ধে সবার প্রতি অনুরোধ জানান। এছাড়া সমাজের সকল অবক্ষয় রোধে পুলিশকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহŸান জানান। এ সময় কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির সহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন কলাপাড়া থানার উপ-পরিদর্শক এস আই সুকন্ঠ দে। সমাবেশ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গসহ কয়েকশ নারী পুরুষ অংশগ্রহন করেন। এছাড়া একযোগে উপজেলার ৮ টি ইউনিয়নে ও পৌর সভার তিনটি ওয়ার্ডে এক যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আপনার মতামত লিখুন :