গলাচিপায় ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও অগ্নি সংযোগ
প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২০
সজ্ঞিব দাস, গলাচিপা, পটুয়াখালী। মা-ইলিশ প্রজনন রক্ষায় ১৩ অক্টোবর মঙ্গলবার রাত ১২ টার পরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে গলাচিপার বিভিন্ন নদ-নদী থেকে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করে।
পরে বুধবার ১৪ অক্টোবর বেলা ১১ টায় গলাচিপা লঞ্চ ঘাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মো.নজরুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, গলাচিপা থানা পুলিশ, জনসাধারণ সহ বিভিন্ন গণমাধ্যম সংবাদিক বৃন্দের উপস্থিতিতে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়। এবং জালে আটকা পরা ছোট ছোট জাটকা ইলিশ মাছ এতিম খানায় পরিবেশন করা হয়।
এব্যাপারে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায় গলাচিপা উপজেলায় মা-ইলিশ রক্ষার্থে, নৌ-বাহিনী কোস্টগার্ড, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ ব্যাপাক প্রস্তুতি গ্রহন করেছে এবং নদ-নদীতে অভিযান অব্যহত থাকবে।