নওগাঁর আত্রাইয়ে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা
প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২০
আত্রাই(নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আরিফ মোশেদ মিশু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,আত্রাই থানা এসআই শ্রী হরেন্দ্র নাথ,উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, উপজেলা প্রকল্প বাসস্তবায়ন অফিসার (চলতি দায়িত্ব প্রাপ্ত) (পিআইও) মেহেদী হাসান, অফিস সহকারী ইসমাইল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক আফছার আলী প্রামানিক,আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, কালিকাপুর ইউপি চেয়ারম্যার প্রভাষক নাজমূল হক নাদিম,সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, সাহেবগঞ্জ পাল পাড়া সাবজনীন দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার দত্ত, আত্রাই বুড়ি মা কালি মাতা মন্দিরের সভাপতি শ্রী উত্তম কুমার সাহা,বান্দাইখাড়া দূগা মন্দিরের সভাপতি অরুন কুমার সহ 46 টি পূজা মন্ডবের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।