খানসামায় শুরু হলো টেলিমেডিসিন সেবা
প্রকাশিত : ১২ অক্টোবর ২০২০
মো: মজনু আলম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: প্রত্যন্ত অঞ্চলে জনগণের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হলো টেলিমেডিসিন সেবা। রবিবার (১১সেপ্টেম্বর) দুপুরে টেলিমেডিসিন সেবা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.আবু রেজা মো: মাহমুদুল হক।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নিকটস্থ কমিউনিটি ক্লিনিকে নির্ধারিত দিনে স্বশরীরে উপস্থিত থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের কাছে উন্নত ও মানসম্মত সেবা সম্পর্কিত যেকোনো পরামর্শ নিতে পারবেন।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.আবু রেজা মো:মাহমুদুল হক জানান, গ্রামাঞ্চলের জনগনের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যেই টেলিমেডিসিন সেবা চালু করা হল। এই কার্যক্রমের সুফল পেতে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।