অনন্ত জলিলকে বয়কট করলেন মেহের আফরোজ শাওন
প্রকাশিত : ১২ অক্টোবর ২০২০
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শনিবার (১০ অক্টোবর) ধর্ষকদের শাস্তি চেয়ে একটি ভিডিও শেয়ার করেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। সেখানে ধর্ষকদের মৃত্যুদণ্ড চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান তিনি। ভিডিওটিতে অনন্ত দাবি করেন, ‘নারীর পোশাক ধর্ষণের জন্য দায়ী, যা নিয়ে এরই মধ্যে বিতর্ক তৈরি হয়েছে।
অনন্ত জলিলের এই মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই। অনেক তারকা হতাশা প্রকাশ করেছেন সিনেমার একজন নায়ক এবং দেশের প্রথম শ্রেণির একজন ব্যবসায়ী হয়েও কেমন করে নারীর পোশাককে তিনি ধর্ষণের জন্য দায়ী মনে করতে পারেন। অভিনেত্রী, পরিচালক মেহের আফরোজ শাওন অনন্তকে বয়কটের ঘোষণা দিয়েছেন।
রোববার (১১ অক্টোবর) দুপুরে তিনি লিখেছেন, আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন চলচ্চিত্র ও মিডিয়াকর্মী এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য সম্বলিত ভিডিও বার্তা দেয়ার জন্য জনাব অনন্ত জলিলকে বয়কট করলাম। তার এ সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।