জননেতা সুরঞ্জিত সেনগুপ্তের ৩য় প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২০
আজ ৯ ফেব্রুয়ারি ২০২০ইং রোজ রবিবার সকাল ১১.০০টায় জাতীয় প্রেসক্লাবের ৩য় তলার মাওলানা মুহাম্মদ আকরম খাঁ হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জননেতা সুরঞ্জিত সেনগুপ্তের ৩য় প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম এর সভাপেিতত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলীয় জোটের সমন্বয়কারী মোহাম্মদ নাসিম এম.পি।
আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক খাদ্যমন্ত্রী এড. কামরুল ইসলাম এম.পি, আওয়ামী লীগ নেতা এড. বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক কন্ঠশিল্পী রফিকুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান, অভিনেত্রী শাহনুর, আওয়ামী লীগ নেতা ডা. দিলীপ রায়, নাজমুল হোসাইন, কন্ঠশিল্পী বৃষ্টি রানী সরকার, নাট্যশিল্পী জয়দেব রায় সহ সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গ।