সোনারগাঁয়ে উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিত : ১১ অক্টোবর ২০২০

সোনারগাঁও জি.আর.ইনস্টিটিউটিউশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরাদ্দকৃত ২ কোটি ৮৫ লাখ টাকা ব্যায়ে নির্মিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বিকেলে সোনারগাঁও জি.আর ইনস্টিটিউটিউশন মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সোনারগাঁও জি.আর ইনস্টিটিউটিউশন মডেল স্কুল এন্ড কলেজর গভনিংবডির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি র অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী ও সোনারগাঁও উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির আহবায়ক ও সোনারগাঁও জি.আর ইনস্টিটিউটিউশন মডেল স্কুল এন্ড কলেজর গভনিংবডির সদস্য এম এ জামান, যুগ্ম আহবায়ক ও সোনারগাঁও জি.আর ইনস্টিটিউটিউশন মডেল স্কুল এন্ড কলেজর গভনিংবডির সদস্য মোহাম্মদ আলী, সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর ও সোনারগাঁও জি.আর ইনস্টিটিউটিউশন মডেল স্কুল এন্ড কলেজর গভনিংবডির সদস্য দুলাল মিয়া, সোনারগাঁও জি.আর ইনস্টিটিউটিউশন মডেল স্কুল এন্ড কলেজর গভনিংবডির সদস্য নাহিদা সুলতানা, রাজিয়া বেগম প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :