কুয়াকাটায় দুইদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশিত : ১১ অক্টোবর ২০২০
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় মারীয়া সিক সেন্টার’র আয়োজনে দুইদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। (৯ থেকে ১০ অক্টোবর) কুয়াকাটা মনিং স্টার সেন্টারে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মারীয়া সিক সেন্টারের বিশপ লরেন্স সুব্রত হাওলাদার, ফাদার অনল টেরেন্স ডি কান্তা,ফাদার লরেন্স লেকাভ্যালী গমেজ, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার,সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন আনু প্রমুখ। দুইদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এর চিকিৎসা প্রদান করেন ডাঃ সিমু রানী পাল। প্রায় দুই শতাধিক মা ও শিশুকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।