নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন: তিন আসামিকে নিয়ে নির্যাতিতার বাড়ি পরিদর্শন
প্রকাশিত : ১০ অক্টোবর ২০২০
নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন ও ভিডিও ধারণের ঘটনার মামলার তিন আসামিকে নিয়ে নির্যাতিতার বাড়ি পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিনিধি দল। শনিবার (১০ অক্টোবর) সকালে পুলিশি পাহারায় আসামি বাদল, কালাম ও সাজুকে বেগমগঞ্জ উপজেলার এখলাসপুরের ওই বাড়িতে নেয়া হয়।
এ সময় তারা পিবিআইএর কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। আলোচিত এ মামলার আসামিদের দেখতে ভিড় করেন স্থানীয়রাও। এর আগে, অধিকতর তদন্তের জন্য বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে করা মামলা দুটির দায়িত্ব হস্তান্তর করা হয় পিবিআইএর হাতে। পরে শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি সোহাগ ও রাসেল।
কুপ্রস্তাবে রাজী না হওয়ায় গত ২ সেপ্টেম্বর ওই নারীকে নির্যাতন ও তার ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মামলা করেন নির্যাতিতা। এ ঘটনার দুই মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। এর মধ্যে ৪ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।