গলাচিপায় শারদীয় দূর্গা পূজা ও বিভিন্ন বিষয়ে জরুরী আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
প্রকাশিত : ৯ অক্টোবর ২০২০
সজ্ঞিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি। আসন্নকাল শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে ৮’ই অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার এর সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ্ এর উপস্ততিতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে উপজেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ আসন্নকাল শারদীয় দূর্গা পূজা উজ্জাপন মন্দির কমিটি, গলাচিপা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দূদরা দূর্গা পূজার নানা বিষয়ে এবং কভিট ১৯ এর বিষয়টি গুরুত্বপূর্ন দিক নির্দেশনা দেয়া ও আলোচনা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান অর্নিয়া আক্তার মিতু, গলাচিপা থানার ওসি মোঃ মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ মনিরুল ইসলাম, উপজেলার সরকারী সকল দপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় সহ বিভিন্ন সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তি বর্গ প্রমুখ।