ডিএসসিসির ৭০ কর্মকর্তাকে একযোগে বদলি
প্রকাশিত : ৭ অক্টোবর ২০২০
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৫১ জন প্রকৌশলী এবং ১৯ জন কার্য সহকারীকে বদলি করা হয়েছে। পৃথক আটটি অফিস আদেশে প্রকৌশল বিভাগের অধীন বিভিন্ন শাখায় কর্মরত এই ৬৮ জনকে এমন গণবদলি করা হলো।বুধবার (৭ অক্টোবর) সংস্থাটির জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বদলির প্রতিটি অফিস আদেশেই স্বাক্ষর করেন ডিএসসিসি সচিব আকরামুজ্জামান।
বদলি আদেশ থেকে দেখা যায়, ৫১ জন প্রকৌশলীর মধ্যে নির্বাহী প্রকৌশলী পদমর্যাদার কর্মকর্তা আছেন ১১ জন। সহকারী প্রকৌশলী আছেন ২১ জন আর উপ সহকারী প্রকৌশলী আছেন ১৯ জন।
অন্যদিকে প্রকৌশল বিভাগের ১৯ জন কার্য সহকারীও আছেন বদলি তালিকায়। তবে এমন নজিরবিহীন বদলি আদেশের মূল কারণ এখনও জানা যায়নি। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু নাছের বিষয়টিকে ‘স্বাভাবিক কার্যক্রমের অংশ’ এবং ‘প্রশাসনে কাজের গতি বাড়ানোর’ উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপ হিসেবে জানিয়েছেন। জনস্বার্থে জারি করা এই বদলি আদেশ অনতিবিলম্বে কার্যকর করার বিষয়ে স্বাচিবিক আদেশে বলা হয়েছে।