গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম-২০২০সচেতনতা সভা
প্রকাশিত : ৭ অক্টোবর ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম ২০২০ উপলক্ষে সচেতনতমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়াম হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এ ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী এই নিষিদ্ধকালীন সময় সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, বিনিময় নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে এক থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা যাবে।
উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান মু. শাহীন শাহ্। বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাদি, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. ধলা মিয়া, সাধারণ সম্পাদক মো. নুর সায়েদ মাতব্বর, গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, সাংবাদিক মো. নাসির উদ্দিন, সাংবাদিক মো. মামুনুর রশিদ, মো. সাকিব হাসান, মো. রিয়াদ হোসাইন, সঞ্জিব দাস, সাংবাদিক নাসির উদ্দিন প্যাদা প্রমুখ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ। বক্তবে তিনি বলেন, ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। বাংলাদেশের অহংকার রূপালী সম্পদ। এর রক্ষনাবেক্ষনের দায়িত্ব আমাদের সকলের। আমরা সকলে এক যোগ হয়ে ইলিশ সংরক্ষনে এগিয়ে আসি। বিশ্বের প্রধান ইলিশ উৎপাদনকারী দেশ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। সুতরাং এই অর্জনকে আমাদের অটুট রাখতে হবে। উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার বলেন, মা ইলিশ সংরক্ষণের জন্য সরকারের পদক্ষেপ বাস্তবায়ন করার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।