থাইল্যান্ডে ২০ জনকে হত্যাকারী সেনাসদস্য গুলিতে নিহত
প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২০
থাইল্যান্ডের কোরাত শহরে শপিংমলে নির্বিচারে গুলি চালিয়ে ২০ জনকে হত্যাকারী সেনাসদস্য নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। থাই পুলিশের বরাত দিয়ে রবিবার বিবিসি এ তথ্য জানিয়েছে। রবিবার সকালে নিজের ফেইসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে গণস্বাস্থ্য মন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় পুলিশ এবং সেনাবাহিনীকে ধন্যবাদ। বন্দুকধারী গুলিতে নিহত।’
শনিবার বিকালে কোরাত শহরের সুয়াথাম ফিটাক সেনা শিবিরে নিজের কমান্ডিং অফিসারকে হত্যা করে তার অস্ত্র নিয়েই পালিয়ে যান জুনিয়র কর্মকর্তা জাকরাফান্ত থোম্মা। বের হওয়ার আগে শিবির থেকে আরও কিছু অস্ত্র নিজের সঙ্গে নিয়ে যান তিনি। পরে শহরের একটি বৌদ্ধ মন্দির ও শপিং মলে গিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে বাকিদের হত্যা করেন।
গণস্বাস্থ্যের প্রাদেশিক কার্যালয়ের প্রধান নারিনরাত ফিতচায়াখামিন বলেন, ‘দাপ্তরিক হিসাবে এখন নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। আহত হয়েছেন ৪২ জন। তাদের মধ্যে ২১ জন এখনো হাসপাতালে। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।’নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।