বান্দরবানে বৌদ্ধ মন্দিরে ভিক্ষুর আত্মহত্যা
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২০
রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বিষপানে ইয়ানা পারা ভান্তে (৪০) নামে এক বৌদ্ধ ভিক্ষুক আত্মহত্যা করেছে। গতকাল মধ্যরাতে থানচি উপজেলার বড় মদকে বিষ পানের পর অবস্থার অবনতি হলে থানচি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তিনি মারা যান। ওই বৌদ্ধ ভিক্ষুক বড় মদক এলাকার বাচিং অং পাড়া বৌদ্ধ মন্দিরে গত দু’বছর থেকে অবস্থান করছিলেন। তার বাড়ি রোয়াংছড়িতে।
তবে কি কারণে বিষ পান করে ওই বৌদ্ধ ভিক্ষুক আত্মহত্যা করেছে এ বিষয়ে থানচি পুলিশ বিস্তারিত কিছু জানাতে পারেনি।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার বলেন, এখনো পর্যন্ত এ বিষয়ে থানায় কোন তথ্য জানায়নি বৌদ্ধ মন্দির কর্তৃপক্ষ। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।