প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের আলোচনা ও দোয়া

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’র পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, সদর উপজেলা কমান্ডার সিদ্দিক আহমেদ, সহকারী কমান্ডার জিল্লুর রহমান তাতারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদৎ বরণকারীদের আত্মার মাহফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

আপনার মতামত লিখুন :