ভারতীয় সেনাদের গুলিতে ২ কাশ্মীরির প্রাণহানি
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২০
ভারতের নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তী পোরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত দুই স্বাধীনতাকামীর প্রাণহানি ঘটেছে। এতে ভারতীয় এক জওয়ানও গুরুতরভাবে আহত হয়েছেন। সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে জানান হয়, রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন বিকাল নাগাদ উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
মূলত স্বাধীনতাকামীদের লুকিয়ে থাকার খবর পেয়ে ভারতীয় সেনা সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে। এ সময় কাশ্মীরি স্বাধীনতাকামীদের একা পেয়ে সেনারা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলিতে ২ যোদ্ধার মৃত্যু হয়। খবরে আরও বলা হয়েছে, থেমে থেমে অপারেশন এখনো চলছে। দেশটির কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী এক সঙ্গে এই সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে।