অস্ত্র মামলায় সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২০

অস্ত্র মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ রায় দেন। মাত্র আট কার্যদিবস শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়। এর আগে গেল ১৬ সেপ্টেম্বর একই আদালতে আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ দাবি করেন সাহেদ। আর রাষ্ট্রপক্ষ দাবি করেন, সাহেদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন।

করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতিসহ নানা অনিয়মের অভিযোগে গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর গত ১৯ জুলাই তাকে নিয়ে উত্তরায় অভিযানে যায় ডিবি পুলিশ। সেখানে তার গাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।

গত ৩০ জুলাই সাহেদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আর ২৭ আগস্ট সাহেদের বিচার শুরুর আদেশ দেন আদালত। পরে মাত্র ৫ কার্যদিবসে আলোচিত এ মামলায় ১১ জনের সাক্ষ্য নেন আদালত।

আপনার মতামত লিখুন :