হরিণাকুণ্ডুতে ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ১৪০০ পিচ ইয়াবাসহ হাজেরা খাতুন (৪০) ও আমেনা খাতুন (৪০) নামে দুই নারী ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ১ লাখ ৪১ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে তাদের শহরের আমেরচারা ও মাদরাসা পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাজেরা খাতুন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী ও আমেনা খাতুন শহরের পার্বতিপুর আমেরচারা এলাকার শরিফুল ইসলামের স্ত্রী।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুণ্ডু শহরের আমেরচারা এলাকা থেকে ওই দুই নারীকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী শহরের মাদরাসা পাড়ায় হাজেরা খাতুনের ভাড়া বাড়ি থেকে ১৪০০ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির ১ লাখ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তার ওই দুই নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।