কলাপাড়ায় তিন ব্যবসায়ী ও দুই বাস চালককে অর্থদন্ড

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২০

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় তিন ব্যবসায়ী ও দুই বাস চালককে এগারো হাজার নয়’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল অভিযান চালিয়ে পৌর শহরের ফেরীঘাট, মাছ বাজার এলাকায় ব্যবসায়ী ও বাস চালকদের এ আর্থ দন্ড প্রদান করেন। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মৃণাল চন্দ্র দেবনাথসহ কলাপাড়া থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ওজনে কারচুপি করার দায়ে ফল ব্যবসায়ী হাসানকে পাঁচ হাজার ও আবুল কালামকে পাঁচ হাজার ও মাছ বাজার এলাকার সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে মো.মোসলেম তালুকদারকে এক হাজার টাকা আর্থ দন্ড প্রদান করেন। এছাড়া সরকারী আদেশ অমান্য করে কুয়াকাটা সড়ক পথে শেখ কামাল সেতুর উপর যাত্রীবাহী পরিবহন পার্কিং করার দায়ে চালক মো.মোহসীনকে পাঁচ’শ টাকা ও অপর চালক শিমুল দাসকে চার’শ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল বলেন, এ অভিযান অব্যহত থাকবে।

 

আপনার মতামত লিখুন :