ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দশমিনায় এডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২০

দশমিনা প্রতিনিধি।। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ আজিজ মিয়া।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ খালিদ মাহমুদ ও উপজেলা মেডিকেল অফিসার ডা. নুরে আবেদিন সিফাতসহ উপজেলার সাত ইউনিয়নের স্বাস্থ্যকর্মীগন।

সভায় ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন সফল ভাবে সম্পুন্ন করতে প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। এডভোকেসি ও পরিকল্পনা সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা।

 

আপনার মতামত লিখুন :